ফেসবুক আইডি হ্যাক হলে যেভাবে উদ্ধার করবেন।

এখানে আপনাদের কে একটি বিষয়
মনে করিয়ে দিতে চাই,ফেসবুকের পলিসি
নিয়মিত আপডেট হয় তাই যথাসম্ভব আপনার
ফেসবুক নাম জন্মতারিখ জাতীয় পরিচয়
পত্র কিংবা পাসপোর্ট অনুযায়ী করবেন,
অনাকাঙ্ক্ষিত সমস্যা হতেই পারে। এইজন্য
আপনি জাতীয় পরিচয় পত্র কিংবা
পাসপোর্ট ফেসবুকে আপলোড করে দিলেই
আইডি ফিরে পাবেন।
.
.
প্রথম অংশঃ
আজকে দেখলাম অনেকগুলা পোস্টই
ফেসবুক হ্যাক সংক্রান্ত। কোনো এক
ব্লগারের দেয়া ফিশিং লিংক থেকে
অনেকেই ফেসবুক হ্যাকিং এর শিকার
হয়েছেন। তাই হ্যাক হওয়া একাউন্ট ফেরত
আনার একটা পোস্ট দেয়ার প্রয়োজন মনে
করলাম।
নিচের ধাপ গুলো ফলো করুন, সাথে সাথে
একাউন্ট ফেরত পেয়ে যাবেন। শুধু পুরাতন
পাসওয়ার্ডটা মনে রাখতে হবে।
১) সর্ব প্রথম এই লিঙ্কে যান  http://www.facebook.com/hacked 
এবার My account is compromised এই বাটনে
ক্লিক করুন।
২) ক্লিক করার পর এমন একটা পেজ আসবে
৩) আপনার হ্যাক হওয়া একাউন্ট এর
ইনফরমেশন চাইবে এখানে। উপরে বর্নিত ৩
টি অপশনে যেকোন একটির ইনফরমেশন
দিন। দিয়ে ক্লিক করুন সার্চ এ
৪) আপনার প্রদত্ত তথ্য সঠিক হলে আপনার
একাউন্ট পাওয়া যাবে এভাবে
এখন This is My Account এ ক্লিক করুন।
৫) ওপরে ক্লিক করার পর আপনার পুরাতন
পাসোয়ার্ড টি চাইবে।
এখানে আপনার পুরাতন পাসোয়ার্ড টি
দিয়ে কন্টিনিউ করুন। আপনাকে একটা
কনফার্মেশন মেসেজ দিবে। তার পরে
কন্টিনিউ করে পরের স্টেপ গুলি পার করুন।
সাধারনত পরের স্টেপে আপনার কাছ
থেকে একটা নতুন পাসোয়ার্ড চাওয়া হবে।
পরের ফর্ম গুল ঠিক ঠাক ফিলাপ করলে
ফেসবুক থেকে আপনার একাউন্ট আবার
ফেরত পেয়ে যাবেন

Comments

Popular posts from this blog

Dhaka Epz Factory List

List of Bangladeshi Private and Public Bank;

BD all sim short code